অনলাইনে আয় করার সেরা ৭ ওয়েবসাইট

অনলাইনে কাজ করা বর্তমানে বহুল পরিচিত একটি পেশা। দক্ষতা অনুযায়ী বিভিন্ন প্রকারের কাজ করে ঘরে বসেই হাজার হাজার ডলার আয় করা সম্ভব। বিশ্বের বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান আউটসোর্সিং প্রজেক্টের মাধ্যমে ফ্রিল্যান্সারদের দ্বারা কাজ করিয়ে নিচ্ছে। এদের মধ্যে রয়েছে এয়ারবিএনবি, ড্রপবক্স প্রভৃতি। সাম্প্রতিক এক গবেষণা অনুযায়ী, বাংলাদেশে রয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ফ্রিল্যান্সার কমিউনিটি। অর্থাৎ, পৃথিবীতে বর্তমানে যে সংখ্যক ফ্রিল্যান্সার রয়েছেন, সেই হিসেবে দ্বিতীয় অবস্থানে আছে বাংলাদেশ। প্রথম স্থানে রয়েছে ভারত। তৃতীয় যুক্তরাষ্ট্র।
এই পোস্টে আমরা অনলাইনে ইনকাম করার সবচেয়ে জনপ্রিয় সাইটগুলোর মধ্য থেকে ৭টি ওয়েবসাইট নিয়ে আলোচনা করছি।

ইন্টারনেটে আয় করার সেরা সাইট এর তালিকা

৭. বিল্যান্সার ডটকম – belancer.com

বিল্যান্সার হচ্ছে বাংলাদেশি ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম যেখানে বিভিন্ন প্রকার দেশি প্রজেক্ট পাওয়া যায়। বিল্যান্সার দেশের বাইরে থেকেও ক্ল্যায়েন্ট ও ফ্রিল্যান্সার আনার পরিকল্পনা করছে বলে জানিয়েছে। বিল্যান্সার ডটকমে মাইক্রো আকারের (১০০ টাকা) প্রজেক্ট থেকে শুরু করে অনেক বড় অ্যামাউন্টের প্রজেক্টও আসে। বর্তমানে এখানে শুধু ফিক্সড প্রাইসের জব আছে। আপনি চাইলে বিল্যান্সারে রেজিস্ট্রেশন করে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করতে পারেন।
বিল্যান্সারের মাধ্যমে আয়কৃত টাকা আপনি ব্যাংক ট্র্যান্সফার, বিকাশ, অথবা সরাসরি বিল্যান্সার অফিসে গিয়ে সংগ্রহ করতে পারেন।

৬. গুরু ডটকম – www.guru.com

গুরু ডটকম হচ্ছে একটি অ্যামেরিকান ফ্রিল্যান্সিং সাইট, যেখানে ফিক্সড প্রাইস এবং আওয়ারলি- উভয় প্রকারের প্রজেক্ট পাওয়া যায়। গুরু ডটকম থেকে অর্থ উত্তোলনের জন্য পেপাল, পেওনিয়ার ও ব্যাংক ট্র্যান্সফার পদ্ধতি ব্যবহার করতে পারেন।

৫. নাইনটিনাইন ডিজাইনস – 99designs.com

আপনি যদি ফ্রিল্যান্স ডিজাইনার হয়ে থাকেন, তাহলে ৯৯ডিজাইনস আপনার জন্য বেশ ভালো একটি কাজের জায়গা হতে পারে। এখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বায়াররা প্রজেক্ট অফার করেন এবং পেশাদার ডিজাইনারদের দ্বারা লোগো, ওয়েবসাইট ও অন্যান্য গ্রাফিক ডিজাইন করিয়ে নেন। ৯৯ডিজাইনস থেকে আপনার অর্জিত অর্থ তোলার জন্য পেওনিয়ার এবং পেপাল ব্যবহার করতে পারবেন। ৯৯ডিজাইনস যুক্তরাষ্ট্রের সান ফ্র্যানসিস্কো ভিত্তিক একটি বহুজাতিক কোম্পানি, যা অনলাইন ডিজাইনের জন্য সবচেয়ে বেশি পরিচিত।

৪. পিপল পার আওয়ার – www.peopleperhour.com

লন্ডন, যুক্তরাজ্য ভিত্তিক পিপল পার আওয়ার হচ্ছে অনলাইনে আয় করার অন্যতম জনপ্রিয় সাইট। এখানে ফিক্সড প্রাইস ও আওয়ারলি রেটে প্রজেক্ট পাওয়া যায়। পিপল পার আওয়ার থেকে আয়কৃত অর্থ তোলার জন্য পেপাল, স্ক্রিল, পেওনিয়ার এবং ব্যাংক ট্র্যান্সফার পদ্ধতি ব্যবহার করতে পারেন।

৩. ফ্রিল্যান্সার ডটকম – www.freelancer.com

ফ্রিল্যান্সার ডটকম হচ্ছে একদম প্রথম সারিতে থাকা একটি অনলাইন ভিত্তিক জব মার্কেটপ্লেস, যেখানে ফিক্সড প্রাইস এবং আওয়ারলি রেটের প্রজেক্ট পাওয়া যায়। এখানে প্রচুর অনলাইন জব রয়েছে, এবং ফ্রিল্যান্সারের সংখ্যাও অনেক। কোম্পানিটির হেডঅফিস অস্ট্রেলিয়ায়। ফ্রিল্যান্সার ডটকম থেকে প্রাপ্ত প্রজেক্টে কাজ করে অর্জিত অর্থ উত্তোলন করার জন্য আছে পেপাল, স্ক্রিল, পেওনিয়ার এবং ব্যাংক ট্র্যান্সফার সিস্টেম।

২. ফাইভার – www.fiverr.com

ফাইভারে ৫ ডলার থেকে শুরু করে ভাল অ্যামাউন্টের প্রজেক্ট পোস্ট করা হয়। লোগো ডিজাইন, ভয়েস রেকর্ড, আর্টিকেল লেখা, প্রভৃতির জন্য ফাইভার অত্যন্ত জনপ্রিয়। বায়াররা সরাসরি ফ্রিল্যান্সার সার্চ করেও প্রজেক্ট অফার করেন এই সাইটে। ফাইভারে সবই ফিক্সড প্রাইসের প্রজেক্ট (ঘন্টাভিত্তিক কোনো জব ফাইভারে এখনও আসেনি)। ফাইভার থেকে আয়কৃত অর্থ তোলার জন্য পেপাল, পেওনিয়ার এবং ব্যাংক ট্র্যান্সফার পদ্ধতি ব্যবহার করতে পারেন।

১. আপওয়ার্ক – www.upwork.com

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্রিল্যান্সিং সাইট কোনটি? অন্তত আমার কাছে মনে হয় উত্তরটা হবে ‘আপওয়ার্ক’। এটি প্রথমে ওডেস্ক নামে কার্যক্রম শুরু করে। ২০১৫ সালে সাইটটি ওডেস্ক নাম পরিবর্তন করে আপওয়ার্ক নাম নেয়। তখন আরেকটি জনপ্রিয় ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম ‘ইল্যান্স’ আপওয়ার্কের সাথে একীভূত হয়। আপওয়ার্কে ফিক্সড এবং ঘন্টা ভিত্তিক (আওয়ারলি) রেটে কাজ পাওয়া যায়। এখান থেকে অর্থ তুলতে পেপাল, পেওনিয়ার এবং ব্যাংক ট্র্যান্সফার পদ্ধতি উপলভ্য আছে।
Share:

উইন্ডোজ ১০ ‘ফল ক্রিয়েটরস আপডেট’ রিলিজ করেছে মাইক্রোসফট

উইন্ডোজ ১০ এর জন্য নতুন একটি মেজর আপডেট রিলিজ করেছে মাইক্রোসফট। এর নাম ফল ক্রিয়েটরস আপডেট। গত এপ্রিল থেকে আপডেটটি নিয়ে পরীক্ষানিরীক্ষা শুরু হয়েছে যা এখন ডাউনলোডের জন্য উন্মুক্ত। পর্যায়ক্রমে সকল সাপোর্টেড উইন্ডোজ ১০ পিসি এই ফল ক্রিয়েটরস আপডেট নোটিফিকেশন পাবেন। তবে আপনি চাইলে এখনই ম্যানুয়ালি পিসি আপডেট করে নিতে পারেন।

আপনার উইন্ডোজ ১০ পিসির আপডেট চেক করার পর যদি আপাতত ফল ক্রিয়েটরস আপডেট নোটিফিকেশন না পান, তাহলে মাইক্রোসফটের উইন্ডোজ ১০ সাইট ভিজিট করুন। সেখানে দেখবেন “Windows 10 Fall Creators Update now available” লেখা আসবে। ওখান থেকে ‘আপডেট নাউ’ বাটনে ক্লিক করে মাইক্রোসফট আপডেট এসিস্ট্যান্ট ডাউনলোড করে পিসি আপডেট করতে পারবেন। এছাড়া আপনি যদি আইএসও ডাউনলোড করে ফ্রেশ উইন্ডোজ ১০ ইনস্টল করতে চান, তাহলে পদ্ধতিটি জানতে এপ্রিলে উইন্ডোজের অন্য একটি আপডেটের জন্য আমার বিস্তারিত টিউটোরিয়াল দেখে নিতে পারেন। উইন্ডোজ ১০ ফল ক্রিয়েটরস আপডেটের জন্যও আপডেট ডাউনলোড পদ্ধতি একই। উপরের কোনো পদ্ধতি কাজ না করলে মাইক্রোসফটের অফিসিয়াল গাইডলাইন দেখুন।
উইন্ডোজ ১০ ফল ক্রিয়েটরস আপডেটে বেশ কিছু নতুন ফিচার এসেছে। যেমন উইন্ডোজ ১০ এর বিল্ট-ইন ওয়ানড্রাইভ অ্যাপে যুক্ত হয়েছে অন-ডিমান্ড ফাইল সুবিধা যার ফলে পিসিতে ক্লাউড থেকে ফাইল ডাউনলোড হবে শুধুমাত্র তখনই, যখন আপনি ওয়ানড্রাইভে থাকা সেই ফাইলের থাম্বনাইলে ক্লিক করবেন।
পিপল ইন্টিগ্রেশন ফিচার ব্যবহার করে আপনি পিসির টাস্কবারে বিভিন্ন কনটাক্ট পিন করে রাখতে পারবেন এবং দ্রুত সেখান থেকে আপনি তাদের সাথে স্কাইপ ও অন্যান্য সার্ভিসের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন।
মাইক্রোসফট এজ ব্রাউজারেও নতুন কিছু ফিচার এসেছে। এখন আপনি বিভিন্ন সাইটের এড্রেস শর্টকাট আকারে টাস্কবারে পিন করে রেখে দ্রুত সাইটগুলো ভিজিট করতে পারবেন।

এছাড়া ইন্টারফেস ডিজাইন, টাস্ক ম্যানেজার, সাউন্ড, করটানা, ইমোজি, পেন/টাচ ফিচারেও উল্লেখযোগ্য আপডেট এসেছে এবার। সেই সাথে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে যুক্ত হয়েছে মিক্সড রিয়েলিটি। এজন্য অবশ্য আপনার পিসি নির্মাতার কাছ থেকে একটি বিশেষ হেডসেট কিনতে হবে যার মাধ্যমে মিক্সড রিয়েলিটি উপভোগ করা যাবে। সবগুলো নতুন ফিচারের বিস্তারিত জানতে মাইক্রোসফটের ব্লগ দেখতে পারেন।
Share:

আমার পরিচিতি

HELLO THERE!

I'm a Web Designer And Developer Working From Al Ain In The UAE.

I Have Worked At Development as a Professional Freelancer For The Past 8 Years...

Read More

জনপ্রিয় পোস্টসমূহ

Post Top Ad

Responsive Ads Here

Comments

Sponsor

Recent News

Sponsor

AD BANNER

Recent

Blog Archive

Featured

About Me

authorHello, my name is Jack Sparrow. I'm a 50 year old self-employed Pirate from the Caribbean.
Learn More →

Random Posts

Social Share

Flickr

ad space

about us

Category

Category List

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

লেবেল

BoxSlider

Featured

Technology

Sponsor

Post Bottom Ad

Responsive Ads Here

Auto News

Sponsor

Facebook

Popular Posts

Popular Posts

Category

Recent Posts

Unordered List

  • Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit.
  • Aliquam tincidunt mauris eu risus.
  • Vestibulum auctor dapibus neque.

Sample Text

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation test link ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat.

Duis aute irure dolor in reprehenderit in voluptate another link velit esse cillum dolore eu fugiat nulla pariatur.

Pages

Theme Support

Need our help to upload or customize this blogger template? Contact me with details about the theme customization you need.